হোম > সারা দেশ > সাতক্ষীরা

তালায় ট্রাক উল্টে খাদে পড়ে ২ শ্রমিক নিহত, আহত ১১ 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও ১১ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ি বটতলা এলাকায় খুলনা-পাইকগাছা সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।’ 

নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজির ছেলে সাইদুল গাজি (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। 

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুগত আলামিন সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। 

ট্রাকে থাকা আহত শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, ‘কয়রা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে মজুরি হিসেবে ধান কাটতে গিয়েছিলাম। আমরা ২০ থেকে ৩০ মণ ধান পাই। ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলাম। আজ সকালে হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ি বটতলা এলাকায় এলে ট্রাকটি সড়ক থেকে উল্টে খাদে পড়ে। এতে সাইদুল ও মনিরুল নিহত হন।’ 

স্থানীয়রা জানান, সড়কের দুই পাশে সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখা হয়েছে। এই কারণে দুর্ঘটনা ঘটেছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা