হোম > সারা দেশ > যশোর

বিদায়ের দিনে স্কুলের ফ্যান-চেয়ার ভেঙে টিকটকে ছড়াল এসএসসি পরীক্ষার্থীরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে বিদ্যালয়ে পাঠদানের শেষ দিনে ক্লাসের ফ্যান, লাইট, চেয়ার ও টেবিল ভেঙে টিকটক করে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ্যমাধ্যমে ছড়িয়ে দিয়েছে ছয় শিক্ষার্থী। সম্প্রতি এই ভিডিও প্রকাশ পায়। তাদের এমন আচরণে হতাশ সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় লোকজন।

আজ মঙ্গলবার সকালে এক শিক্ষার্থীর ফেসবুকে এ ধরনের ভিডিও প্রচার করা হয়।

এর আগে গত মাসে এসএসসি বিদায় অনুষ্ঠানের দিন কোনো এক সময় বিদ্যালয় ভবনে তারা টিকটক বানায়।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবীর জানান, অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২৫ এসএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষার আগে বিদায় অনুষ্ঠান করা হয়। এদিন এই শিক্ষাথীরা কোনো এক সময় তাদের ক্লাসরুমে গিয়ে ফ্যান, সিসি ক্যামেরা, নিজেদের ও স্যারদের বসার চেয়ার ভাঙচুর করে টিকটক বানায়।

প্রথমে ঘটনা কে করেছে, তা ধরা না গেলেও এসব নিয়ে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে দিলে অভিযুক্ত শিক্ষার্থীরা ধরা পড়ে। বিষয়টি ছাত্রদের অভিভাবকদের অবগত করা হয়েছে।

এদিকে এ ধরনের ঘটনা প্রচার হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

বেনাপোল হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান জানান, ‘স্কুলজীবন বিদায় বেদনার হয়। তবে এসব শিক্ষার্থীর এহেন কর্মকাণ্ড আমাদের লজ্জিত করেছে।’

ছবি: সংগৃহীত

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী মনিরুজ্জামান জানান, ‘আমরা ফেসবুকে এ ধরনের টিকটক দেখে হতভম্ব হয়েছি। অথচ আমাদের স্কুলবিদায়ের দিন মনে পড়লে এখনো চোখে পানি আসে।’

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক