হোম > সারা দেশ > খুলনা

খুলনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত পলাশ খানের (২২) মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। পলাশ খুলনা সদর থানার মতলেবের মোড়ের বাসিন্দা মো. আব্দুল হামিদ খানের ছেলে।

এর আগে সন্ত্রাসীরা গতকাল রোববার রাতে খুলনা শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পলাশ খানকে জখম করে।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় পলাশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় রাতে তাঁর অপারেশন করা হয়। আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, পলাশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অপরাধীদের ধরতে রাতভর অভিযান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশুপার্কে ঈদ মেলায় কিশোর গ্যাংয়ের সঙ্গে পলাশের বিবাদ হয়। এর জেরে পলাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার