হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দুই দিন বেনাপোল বন্দর দিয়ে রেল ও সড়কপথে ভারতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে আগামীকাল শুক্রবার পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার করোনা প্রতিরোধের শর্ত সাপেক্ষে স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল বলেন, ‘জন্মাষ্টমীর কারণে আজ দিনভর বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিতে আমদানি, রপ্তানি ও পণ্য খালাস বন্ধ থাকবে। পরদিন শনিবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ছুটির মধ্যে যাতে বন্দরে কোনো ধরনের অনিয়ম না হয়, এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর থেকেও দেড় শতাধিক ট্রাকে করে ভারতে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা হয়। এই দুই দিন ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় প্রবেশের অপেক্ষায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক দুই পাড়ের বন্দরে আটকা পড়েছে।

সহসভাপতি আরও বলেন, আমদানি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিক্যাল ও খাদ্যদ্রব্য রয়েছে। আর রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাতীয় পণ্য, গার্মেন্টস ও মাছ।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার