হোম > সারা দেশ > ঝিনাইদহ

জমি নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের চাকলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুবির দাস (২০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

মৃত সুবির দাস শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে। তাঁর বাবা সত্যপদ দাস ঝিনাইদহ সার্কিট হাউসের মালি হিসেবে কর্মরত। 

আহতরা হলেন  সত্যপদ দাস, সীতা দাস, খোকন দাস ও মিঠুন দাস। 

আটক ব্যক্তিরা হলেন সুনিল দাস, বিমল ও অন্তর। সুনিল দাস মহেশপুর উপজেলা ভূমি অফিসের প্রসেস সার্ভার হিসেবে কর্মরত। 

স্থানীয়রা জানান, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সঙ্গে জমি নিয়ে সুনিল চন্দ্র দাসের বিরোধ চলছিল। ওই জমির মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। গতকাল ওই মামলায় হাজিরা দিয়ে আসে উভয় পরিবার। পরে রাতে চাকলাপাড়ার মির্জামহলের সামনে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সঙ্গে সুনিল দাসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুনিল ছুরি দিয়ে সুবিরকে আঘাত করেন। এ সময় উভয় পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে সুবির দাস, সত্যপদ দাস, সীতা দাস, খোকন দাস ও মিঠুন দাস আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবির দাসকে মৃত ঘোষণা করেন। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণেই সুবির দাসের মৃত্যু হয়েছে। বাকিদের শরীরেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, গতকাল রাতেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাকলাপাড়া এলাকা থেকে সুনিল, বিমল ও অন্তরকে আটক করা হয়েছে। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি