হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দাঁতের ভুয়া চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দাঁতের এক ভুয়া চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিলগালা করা হয়েছে তাঁর ডেন্টাল ক্লিনিক। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের বি. এন রয় মেডিকেল অ্যান্ড ডেন্টাল প্র্যাকটিস প্রতিষ্ঠানে এ অভিযান চালায় সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

অভিযান থেকে জানা যায়, সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে দীর্ঘ দিন ধরে দাঁতের অপচিকিৎসা দিয়ে আসছে লিনটন রয় জিপ্পু নামে ব্যক্তি—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তির ক্লিনিকে অভিযান চালানো হয়। আটক করা হয় চিকিৎসক পরিচয়দানকারী লিনটন রায় জিপ্পুকে। পরে তাঁর ডিগ্রি ও ডাক্তারি সনদ দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হন জিপ্পু। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, এ সময় তাঁর চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায় ভ্রাম্যমাণ আদালত। কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় হলে তাঁকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আজীবনের জন্য সিলগালা করা হয় তাঁর প্রতিষ্ঠানটি। 

ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন মেডিকেল অফিসার ফারজানা ববি ও সদর থানা-পুলিশের একটি দল। 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা