হোম > সারা দেশ > খুলনা

কয়রায় ভাবিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে ছোট ভাইকে হত্যার অভিযোগ

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার কয়রায় ভাবিকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার বাগালি ইউনিয়নের উলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী গাজী (৪০) ওই গ্রামের মৃত দ্বারা গাজীর ছেলে।

এ ঘটনায় পুলিশ বড় ভাই শহিদুল ইসলামকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম তাঁর স্ত্রীকে মারধর করে একপর্যায়ে দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেন। স্ত্রীর চিৎকারে পাশের বাড়ি থেকে ছোট ভাই সাহেব আলী ছুটে গিয়ে ভাবিকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় শহিদুল হাতে থাকা শাবল দিয়ে সাহেব আলীকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান। পরে শহিদুল বঁটি দিয়ে সাহেব আলীর গলা কেটে দেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর শহিদুলের স্ত্রী চিৎকার করতে করতে বাইরে দৌড় দেন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শহিদুলকে পালানোর সময় ধরে ফেলেন এবং পুলিশে সোপর্দ করেন।

ওসি ইমদাদুল হক বলেন, ঘটনার পরপরই শহিদুলকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভাবিকে মারধরের সময় ছোট ভাই বাধা দিতে গেলে এ ঘটনা ঘটে। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত