হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় ড্রেজারের হাউসবোট ডুবে সিকিউরিটি গার্ড নিখোঁজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলার বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক ক্যানেলে ঢেউয়ের তোড়ে পড়ে ড্রেজারের একটি হাউস বোট ডুবে খাজা মঈনউদ্দিন নামে একজন নিরাপত্তাকর্মী নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে ক্যানেলের উলুবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী (ড্রেজার বিভাগ) মো. আনিসুজ্জামান জানান, ‘দুপুর ১২টার দিকে ক্যানেলটিতে খনন কাজে নিয়োজিত কনফিডেন্স গ্রুপের ড্রেজারের দ্বিতল একটি হাউসবোট উলুবনিয়া এলাকায় পানি নেওয়ার জন্য অবস্থান করছিল। তখন ওই ক্যানেল দিয়ে দ্রুতগতিতে পর পর দুটি তেলবাহী জাহাজ যাওয়ায় এর ঢেউয়ের তোড়ে হাউসবোটটি উল্টে যায়। বোটটিতে থাকা ১৫-১৬ কর্মচারী তাৎক্ষণিকভাবে বোট থেকে বেরিয়ে নদীতে লাফিয়ে সাঁতরে কুলে উঠে গেলেও ভেতরে একজন আটকে পড়েন।’

বিআইডব্লিউটিএর কর্মকর্তা আনিসুজ্জামান আরও বলেন, ‘হাউসবোট উল্টে ডুবে গিয়ে নিখোঁজ সিকিউরিটি গার্ড মঈনউদ্দিনের সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। এ ছাড়া খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি মোংলা উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশকেও জানানো হয়েছে।’

আনিসুজ্জামান জানান, ‘হাউসবোট উল্টে গিয়ে মূল ক্যানেলের বাইরে আংশিক ভাসমান ডুবন্ত অবস্থায় রয়েছে। তাতে এ ক্যানেল নিরাপদ রয়েছে, নৌ চলাচলে কোনো ধরনের সমস্যা হচ্ছে না।’

এদিকে সাঁতরে কুলে উঠে প্রাণে রক্ষা পাওয়া ওই স্টাফেরা বলেন, ‘যখন ট্যাংকারের ঢেউয়ে আমাদের বোটটি উল্টে যেতে থাকে তখন আমরা যে যার মতো রুম ও বাইরে থাকা সবাই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে কুলে উঠি। কিন্তু আমাদের সাথের অপর কর্মচারী সিকিউরিটি গার্ড খাজা মঈনউদ্দিনও বেরিয়ে আসছিল, তবে তাঁর মোবাইল ফোন আনতে গিয়ে ভেতরে ঢুকে আর বের হতে পারেনি। তিনি ডুবে যাওয়া হাউস বোটের মধ্যে আটকে পড়েন।’

স্টাফরা আরও বলেন, ‘নিখোঁজ খাজা মঈনউদ্দিনের বাড়ি টাঙ্গাইলে। হাউস বোটটিতে ড্রেজারের কর্মচারীরা থাকতেন। বোটটিতে তখন তাদের খাবার ও গোসলের পানি ওঠানো হচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে।’ 

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত