হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে ২ আলমসাধুর সংঘর্ষে ১ ব্যক্তি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি 

নিহত শের আলীর মরদেহ দেখছেন উৎসুক মানুষ। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহে দুটি আলমসাধুর সংঘর্ষে শের আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়া এলাকায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শের আলী শহরের কাঞ্চনপুর গ্রামের মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ারদারের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি আলমসাধুর চালক ছিলেন।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝিনাইদহ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান। তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের ভাতিজা ঠাণ্ডু জোয়ারদার জানান, আজ ভোরে শের আলী আলমসাধু নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে অপর একটি আলমসাধুর সঙ্গে তাঁর আলমসাধুর সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা শের আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস বিশ্বাস বলেন, শের আলীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। দুর্ঘটনার কারণে মাথায় আঘাত পেয়েছেন। রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক