হোম > সারা দেশ > যশোর

যশোরে ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও ছাত্রদলের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে মোটরসাইকেল বহর নিয়ে বিক্ষোভ মিছিল ও মহড়া দিয়েছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে এই মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল ও মহড়া দেওয়া হয়।

শতাধিক মোটরসাইকেল নিয়ে এই মহড়া শুরু হয় যশোর শহরের দড়াটানা থেকে। মহড়াটি দড়াটানা থেকে শুরু হয়ে মনিহার, নিউমার্কেট-রেলরোড হয়ে গাড়িখানাস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। 

এ সময় ছাত্রলীগ নেতারা বলেন, যশোর জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ ছাত্রলীগ থাকতে শেখ হাসিনার বাংলাদেশে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। কেউ নৈরাজ্য সৃষ্টি বা দেশের উন্নয়ন এবং আওয়ামী লীগের নেতাদের নিয়ে কটূক্তি করলে দাঁতভাঙা জবাব দেবে ছাত্রলীগ। 

সমাবেশে বক্তব্য দেন যশোর ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, কায়েস আহমেদ রিমু, মো. রাজু রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, শিমুল সরদার, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, মারুফ হোসেন, ফাহমিদ হুদা বিজয়সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার