হোম > সারা দেশ > বাগেরহাট

সরকারি অফিসে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

বাগেরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে বাগেরহাট স্টেডিয়ামসংলগ্ন ভ্যাট অফিসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী ও মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সুমন, স্টেডিয়ামসংলগ্ন এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম বাবু ও এক নারী।

অভিযোগ রয়েছে, ফখরুল ইসলাম বাবু ওই নারীকে নিয়ে আসেন। পরে সুমন ও ফখরুল বাবু ওই নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। ভোররাতে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হলে বিষয়টি স্থানীয় বাসিন্দারা টের পান।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এ বিষয়ে বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের উপকমিশনার আবুল কালাম আজাদ জানান, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার জন্য পুলিশ একটি মামলা করেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যাঁরা অপরাধ করেছেন, তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার