হোম > সারা দেশ > যশোর

পদ্মা সেতু দেখে ফেরার পথে দুজন নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি

পদ্মা সেতুর উদ্বোধন দেখে ফেরার পথে ট্রাক-মাইক্রোবাস দুর্ঘটনায় যশোরের ব্যবসায়ী অহিদুল ইসলাম (৫৮) ও প্রাইভেট কারের চালক মফিজুর রহমান খান (৩৫) নামে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কান্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও কয়েকজন আহত হয়েছেন। 

নিহত অহিদুল ইসলাম সদর উপজেলার রূপদিয়া বাজারের ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে। নিহত আরেকজন মফিজুর রহমান রূপদিয়া কচুয়া খানপাড়ার প্রাইভেট কারের চালক। এ দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহম্মেদ। 

নিহতের স্বজনেরা জানান, নিহতরা পদ্মা সেতু উদ্বোধন দেখতে গিয়েছিলেন। উদ্বোধন শেষে মাইক্রোবাসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে থাকা দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত