হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বাটা শোরুমে হামলা: ৮০০ জনকে আসামি করে থানায় মামলা

খুলনা প্রতিনিধি

খুলনায় বাটা শোরুমে লুটপাট করা হয়। ছবি: সংগৃহীত

খুলনার শিববাড়ী মোড়ে বাটা শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ৭০০ থেকে ৮০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে শোরুম ম্যানেজার তাহিদুল ইসলাম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলাটি করেছেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এর আগে গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে একদল বিক্ষুব্ধ জনতা শিববাড়ী মোড়ে বাটা কোম্পানির শোরুমে হামলা-লুটপাট চালায়।

মামলায় ক্ষতির পরিমাণ হিসেবে ৯৫ লাখ টাকা উল্লেখ করেন বাদী। এ ছাড়া কেএফসি ও ডমিনোজ পিৎজা কোম্পানির পক্ষ থেকে মামলা করা হবে বলে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, গত সোমবার রাতে শিববাড়ী মোড় ও আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেসব বিশ্লেষণ করে অপরাধীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিকেল থেকে শিববাড়ী মোড়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছিল। সন্ধ্যা ৭টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা সেখানকার সেনা কল্যাণ ভবনের বাটা শোরুমে হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ জনতা শোরুম থেকে নগদ টাকা এবং জুতা লুট করে নিয়ে যায়। পরে শোরুমটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ