হোম > সারা দেশ > যশোর

পুকুরের তলদেশে হাত ধরাধরি করে ছিল ভাই-বোনের লাশ

যশোরের মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ঢাকুরিয়া বারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

নিহত দুই শিশু হলো—সামিয়া খাতুন (৪) ও সাহাবিদ জিম (৩)। তারা বারপাড়া গ্রামের শহিদুল ইসলামের সন্তান। 

শহিদুল ইসলাম পেশায় স্কুলশিক্ষক। তিনি যশোর সদর উপজেলার দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। 

বারপাড়া গ্রামের স্থানীয় নারী ইউপি সদস্য সাথী বেগম আজকের পত্রিকাকে জানান, দুপুরে দুই ভাই-বোন বাড়িতে খেলছিল। ওদের বাবা-মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সন্তানদের না পেয়ে বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে গিয়ে একটি হাতের সঙ্গে স্পর্শ লাগে বাবা শহিদুলের। পরে হাত ধরে টান দিতেই দেখেন মেয়ে সামিয়া। তার হাত ধরে আছে ছেলে সাহাবিদ। তখন দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেন তিনি। 

তিনি আরও জানান, শিক্ষক শহিদুলের এই দুই সন্তান ছাড়া আর কোনো সন্তান নেই। একসঙ্গে শিশু দুই ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক