হোম > সারা দেশ > যশোর

‘স্বার্থান্বেষী মহল আলেম ও ইসলামি দলগুলোকে বিগত সময়ে বারবার প্রতারিত করেছে’

­যশোর প্রতিনিধি

যশোরে জনসভায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: আজকের পত্রিকা

স্বার্থান্বেষী মহল গত ৫৩ বছরে আলেম ও ইসলামি দলগুলোকে বারবার প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শুক্রবার সন্ধ্যায় যশোর ঈদগা মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘বিভিন্ন সময় মুখরোচক বক্তব্য দিয়ে আমাদের ব্যবহার করে তারা ক্ষমতায় গেছে। তারপর আমাদের ভুলে গেছে, প্রতারণা করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে, মানুষ গুম-খুন হয়েছে। আর নয়, আমাদের অধিকার আদায়ে পরিবর্তন আনতে হবে।’

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘৫৩ বছরে আমরা অনেক কিছু সহ্য করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে সংসদে যাওয়ার সিঁড়ি হতে দেবে না। ইসলামের শাসন এখন সময়ের দাবি।’

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন যশোর জেলার সভাপতি আব্দুল আলিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ও খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন।

সভা শেষে নেতারা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ঈদগা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মনিহার স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক