হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় আগুনে দুই দোকান পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনা পাইকগাছায় দুটি ফার্নিচারের দোকান আগুনে পুড়ে গেছে। তাতে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল। 

গতকাল বুধবার পৌর সদরের হক মার্কেটের পেছনে রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। 

ক্ষতিগ্রস্ত মিজান ফার্নিচারের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘হক মার্কেটের পেছনে আমার ও প্রকাশ বাছাড়ের দুটি ফার্নিচারের ঘর রয়েছে। রাত সাড়ে ৯টার দিকে আমরা ঘর বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত ৩টার দিকে পাশের বাড়ির লোকজন আমার ঘরে আগুন লেগেছে বলে জানায়। এলাকাবাসীকে নিয়ে প্রায় ১ ঘণ্টা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। এর ভেতরে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।’ 

রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমার মিজান ফার্নিচার ও প্রকাশ প্রকাশের জয়মা ফার্নিচারের প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পাইকগাছা থানার পুলিশ ও আশাশুনি থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসার আগেই পুড়ে ছাই হয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ফার্নিচারে আগুন লাগায় নিয়ন্ত্রণে আনা যায়নি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাদের আসার আগেই দোকান দুটি পুড়ে যায়।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার