হোম > সারা দেশ > খুলনা

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে সড়কে দাঁড়িয়ে থাকা ধান বহনকারী ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মেহেদী হাসান বাবু (২৩) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মুন্সিগঞ্জের ধানখালী এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের চালক অলিয়ার রহমানও এ সময় গুরুতর আহত হয়েছেন। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মেহেদী হাসান বাবু (২৩) উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের আব্দুল মাজেদ গাজীর ছেলে। কয়েক সপ্তাহ আগে সেটেলমেন্ট অফিসের কম্পিউটার অপারেটর পদে চাকরি পেয়েছেন। 

মেহেদীর ফুপা আব্দুল্লাহ তরফদার জানান, সেটেলমেন্ট অফিসের একটি নোটিশ দিতে আজ শনিবার সন্ধ্যায় সঙ্গে মুন্সিগঞ্জে যাচ্ছিল। পথে চালকের অসতর্কতার কারণে ধানখালী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ধানবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

এ সময় স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা মেহেদীকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হলে অলিয়ারকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন জানান, মেহেদীকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। মাথায় আঘাতের কারণে অধিক রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার