হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবির সাবেক কোষাধ্যক্ষের কাছে রেস্ট হাউসের প্রায় আড়াই বছরের ভাড়া পাবে প্রশাসন

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার কাছে প্রায় আড়াই বছরের রেস্ট হাউসের ভাড়া পাওনা রয়েছে। সম্প্রতি পাওনা টাকা ফেরত চেয়ে সাবেক কোষাধ্যক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় এস্টেট দপ্তর।

সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম।

কোষাধ্যক্ষকে দেওয়া বিশ্ববিদ্যালয় এস্টেট দপ্তরের চিঠিতে বলা হয়, ‘কোষাধ্যক্ষ থাকাকালীন রেস্ট হাউসের ৩০৩ নম্বর কক্ষটি ২১ সালের অক্টোবর থেকে ২৪ সালের আগস্ট পর্যন্ত মোট ১ হাজার ১৪ দিন আপনার দখলে ছিল। এর মধ্যে ১২৪ দিন আপনার অনুমতিক্রমে আসা অতিথিরা অবস্থান করেছেন এবং এর বিপরীতে ভাড়া পরিশোধ হয়েছে। অতএব ৮৯০ দিনের ভাড়া বাবদ ২ লাখ ৬৭ হাজার টাকা পরিষদের জন্য আপনাকে অনুরোধ করা হলো।’

এই চিঠির জবাবে ড. আলমগীর হোসেন ভূঁইয়া আরেকটি চিঠি দেন প্রশাসনে। সেই চিঠিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষাসংক্রান্ত গোপনীয় কাজ করার জন্য প্রশাসনিকভাবে আলোচনা করে একটি কক্ষ উপ-উপাচার্য এবং একটি কক্ষ কোষাধ্যক্ষকে ব্যবহারের জন্য দেওয়া হয়। সে মোতাবেক ১৮ দিন কক্ষটি তাঁরা ব্যবহার করেছেন। দুজন মিলে কক্ষটি ব্যবহার করলেও শুধু তাঁর নামে বিল দাখিল করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ‘এ সংক্রান্ত চিঠি পেয়েছি।’

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক