ঝিনাইদহে মতিয়ার রহমান নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগীর বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, গত শনিবার বিকেলে বসত বাড়ির সামনে খেলছিল। এ সময় পাশের বাড়ির মতিয়ার রহমান পেয়ারা দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে তার পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি বলে দেয়। তখন শিশুটির বাবা পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন বলেন, ‘শিশু ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলার পর পরই আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’