হোম > সারা দেশ > মেহেরপুর

প্রবাসী তোফাজ্জল ফিরতে চেয়েছিলেন দেশে, এখন তাঁর লাশের অপেক্ষা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

পরিবারে সচ্ছলতা আনতে প্রায় সাত বছর আগে মালয়েশিয়ায় যান মো. তোফাজ্জল হোসেন (৫৫)। কয়েক দিন আগে তিনি পরিবারকে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। গতকাল মঙ্গলবার রোজা রেখে কাজ করছিলেন তোফাজ্জল হোসেন। এই অবস্থায় তিনি স্ট্রোকে মারা গেছেন বলে সেখানকার সহকর্মীরা পরিবারকে জানিয়েছেন। 

তোফাজ্জল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ঝোড়াঘাট গ্রামের মৃত মো. আব্দুল মজিদের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ায় রোজা রেখে কর্মরত অবস্থায় তিনি মারা যান। তোফাজ্জল হোসেন ওই দেশের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। 

তোফাজ্জল হোসেনের পরিবারের লোকজন জানান, অভাবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে অনেক বছর ধরে প্রবাসে অবস্থান করছিলেন তোফাজ্জল হোসেন। গতকাল স্ট্রোক করে মারা গেছেন তিনি। তাঁরা দাবি করেছেন তোফাজ্জল হোসেনের লাশ দ্রুত দেশে আনা হোক। 

তোফাজ্জল হোসেনের ভাতিজা বিপ্লব হোসেন বলেন, ‘আমার চাচা অনেক দিন দুবাই ও ব্রুনেইয়ে ছিলেন। এরপর তিনি মালয়েশিয়ায় যান, সেখানে প্রায় সাত বছর অবস্থান করছিলেন। কিন্তু প্রথম রোজার দিন হঠাৎ শুনতে পাই আমার চাচা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। সেখানে চাচার সহকর্মীরা তাঁর এই মৃত্যুর খবর জানিয়েছেন।’ 

বিপ্লব হোসেন আরও বলেন, ‘প্রথম রোজায় চাচা দেশে টাকা পাঠিয়ে একটি মাদ্রাসায় ইফতারির আয়োজন করেছিলেন। তিনিও রোজা রাখা অবস্থায় ছিলেন। চাচার সহকর্মীদের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখেছি, তাঁরা যত দ্রুত সম্ভব লাশ দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমার চাচা বৈধ কাগজপত্র নিয়ে সেখানে ছিলেন। তাঁর পরও যদি কোনো কাগজপত্র লাগে তাহলে এখান থেকে পাঠাব। তবে কবে লাশ দেশে আসবে আমরা বুঝতে পারছি না।’ 

তোফাজ্জল হোসেনের বড় ভাই মরজেম আলী বলেন, ‘আমার ভাই পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য অনেক দিন ধরে প্রবাসে অবস্থান করছিলেন। কয়েক দিন আগে তিনি দেশে আসার কথা জানিয়েছিলেন। হঠাৎ তাঁর মৃত্যুর খবর শুনে আমরা হতবাক হয়ে গেছি। এখন শুধুই তাঁর লাশের জন্য অপেক্ষা করছি।’ 

তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বামন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান কমল। তিনি বলেন, ‘তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর লাশ দ্রুত দেশে আনার জন্য যেসব কাগজপত্র লাগবে আমার কাছে এলে তা দিয়ে দেব।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার