হোম > সারা দেশ > খুলনা

১ কোটি ৬ লাখ টাকার অবৈধ সম্পদ, সাবেক হুইপের নামে দুদকের মামলা

খুলনা প্রতিনিধি

পঞ্চানন বিশ্বাস। ছবি: সংগৃহীত

১ কোটি ৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগ নেতা পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক জাহিদ ফজল বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, পঞ্চানন বিশ্বাস খুলনা-১ আসনের সংসদ সদস্য ও হুইপ হিসেবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অনুসন্ধানে প্রাপ্ত রেকর্ডপত্র ও পর্যালোচনায় পঞ্চানন বিশ্বাসের নামে ৪৯ লাখ ২৩ হাজার ৫৯০ ঢাকার স্থাবর এবং ২ কোটি ৫১ লাখ ২২ হাজার ৫৭২ টাকার অস্থাবরসহ মোট ৩ কোটি ৪৭ হাজার ১৬২ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়।

এ সময় তাঁর গ্রহণযোগ্য আয়ের উৎস থেকে আয় পাওয়া যায় ৩ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৯১৭ টাকা এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৮২ হাজার ১৬৯ টাকা। অর্থাৎ ব্যয় বাদে তাঁর নিট আয়/সঞ্চয়ের পরিমাণ ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭৪৮ টাকা। সে হিসাবে পঞ্চানন বিশ্বাসের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকা।

জানতে চাইলে সহকারী পরিচালক জাহিদ ফজল আজকের পত্রিকাকে বলেন, সাবেক হুইপের বিরুদ্ধে ১ কোটি ৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। সব প্রমাণাদির ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার