কুষ্টিয়া পৌর এলাকায় নিখোঁজের এক দিন পর গড়াই নদ থেকে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় মঙ্গলবাড়িয়া বাঁধসংলগ্ন গড়াই নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তারা শংকর সরকার (৪৫) জুগিয়া কানাবিল মোড় এলাকার শক্তিপদ সরকারের ছেলে। তিনি সদর উপজেলার স্বর্গপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে তারা শংকর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিহতের পরিবার। সন্ধ্যায় গড়াই নদের মঙ্গলবাড়িয়া বাঁধ এলাকায় ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে। তবে তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।