হোম > সারা দেশ > খুলনা

খুবি ছাত্র অর্ণব হত্যা: থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

খুলনা প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার সরকারকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের করা এই মামলার বাদী হন নিহতের বাবা নিতীশ কুমার সরকার।

মামলা হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই। তিনি বলেন, মামলার জন্য নিহত অর্ণবের বাবা নিতীশ কুমার সরকারসহ পরিবারের কয়েকজন সদস্য সোনাডাঙ্গা মডেল থানায় আসেন। তিনি অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এসআই আব্দুল হাই বলেন, গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা খুবি ছাত্র হত্যাকাণ্ডের বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন। হত্যাকাণ্ডে যদি তাঁদের সম্পৃক্ততা না থাকে, তাহলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

গত শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ছাত্র অর্ণবকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীরা প্রথমে গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর থেকে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার