হোম > সারা দেশ > খুলনা

বিভাগে মৃত্যু ৩৫, ৪ জনের শরীরে ডেলটা ভ্যারিয়েন্ট

প্রতিনিধি

খুলনা: খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৫ জন। এদিকে একই সময়ে ১ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৭১ টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪০ দশমিক ৫৫ শতাংশ। এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা নমুনায় খুলনায় চারজনের শরীরে ডেলটা ভ্যারিয়েন্ট সংক্রমণ শনাক্ত হয়েছে। যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ছয়জন, খুলনায় চারজন, কুষ্টিয়ায় পাঁচজন, নড়াইলে দুজন, মেহেরপুরে দুজন, চুয়াডাঙ্গায় দুজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে একজন এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন। এই পর্যন্ত বিভাগটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩৫ জন। আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৮৩০ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও খুলনা সিভিল সার্জন জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৭৮ জন। এ ছাড়া বাগেরহাটে ১১৬ জন, সাতক্ষীরায় ৩৩ জন, যশোরে ৩০৮ জন, নড়াইলে ৫১ জন, মাগুরায় ২৯ জন, ঝিনাইদহে ৯৩ জন, কুষ্টিয়ায় ১৮০ জন, চুয়াডাঙ্গায় ৯৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এদিকে খুলনায় চারজনের শরীরে ডেলটা ভ্যারিয়েন্ট সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজনের ভারত ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। অপর দুজনের সাম্প্রতিক সময়ে ভারত ভ্রমণ করেননি।

আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব ইনচার্জ ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী প্রধান ডা. তুষার আলম জানান, গত ১৬ দিন আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় পজিটিভ আসা বেশ কয়েক জনের শরীরে অস্বাভাবিকতা ধরা পড়ে। পরে তাদের নমুনা ঢাকায় পাঠানো হয় পুনঃপরীক্ষার জন্য। সেখানে পরীক্ষায় চারজনের শরীরে ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। পরে তাদের বিগত দিনের খোঁজ নিয়ে জানা যায় তাদের দুজন সাম্প্রতিক সময়ে ভারত ভ্রমণ করেছেন। তার মধ্যে একজনের বাড়ি পাইকগাছায় ও আরেকজন খুলনা সদরে বসবাস করেন। অপর দুজনের ভারতে গমনাগমনের কোনো রেকর্ড নেই।

এদিকে ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজে উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, এতদিন শঙ্কা ছিল ভারতীয় ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট হয়তো ছড়িয়ে পড়েছে। এখন খুলনাতে ডেলটা ভ্যারিয়েণ্ট শনাক্ত হয়েছে। এখন সকলকে আরও বেশি সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মানাতে হবে।

খুলনায় কঠোর লকডাউনের মধ্যে মানুষ স্বাস্থ্য বিধি মানছেনা। ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর ছড়িয়ে পড়ছে কমিউনিটিতে। এদিকে কঠোর লকডাউন চললেও খুলনায় মানুষ ঘরে থাকছে না। কারণে অকারণে বের হচ্ছে ঘর থেকে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা