হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দর দিয়ে গম রপ্তানি বন্ধ করল ভারত

বেনাপোল প্রতিনিধি

গমের দেশীয় দর স্থিতিশীল রাখতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে গম রপ্তানি করা বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে গমের কোনো নতুন চালান পরিবহনকারী কার্গো বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। 

এর আগে গতকাল শুক্রবার গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। তবে যেসব রপ্তানি চালানের ক্রেডিট লেটার বিজ্ঞপ্তির আগে ইস্যু করা হয়েছে সেসব চালানের গম বন্দরে প্রবেশ করবে। 

জানা যায়, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ হলেও রপ্তানিতে তাদের অংশ মাত্র এক শতাংশের মতো। পরিমাণ ও মূল্য উভয় দিক থেকে ভারতীয় গমের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরে ৫৪ শতাংশ ভারতীয় গম বাংলাদেশে এসেছে। ওই বছর ভারতীয় গমের শীর্ষ ১০ ক্রেতা মধ্যে ছিল-বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইয়েমেন, আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ওমান ও মালয়েশিয়া। 

বেনাপোল বন্দর দিয়ে গম আমদানিকারক প্রতিষ্ঠান নিউ হোপ ফিড অ্যান্ড মিলসের প্রতিনিধি আজিজ বলেন, ভারত সরকারের নিষেধাজ্ঞায় নতুন করে আর গম আমদানি সম্ভব হচ্ছে না। তবে এ নিষেধাজ্ঞা কত দিন পর্যন্ত কার্যকর থাকবে তা বলা যাচ্ছে না। 

বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রচুর পরিমাণে গম আমদানি হয়। তবে নতুন করে আমদানি হচ্ছে না। আমদানিকারকেরা জানিয়েছেন, ভারত নতুন করে গম রপ্তানি বন্ধ করায় তাঁরা ক্রয় করতে পারছেন না। 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক