হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে বোমা হামলায় বিএনপির তিন নেতা-কর্মী আহত

হাসপাতালে চিকিৎসাধীন বোমা হামলায় আহত নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

নড়াইলে ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলায় তিন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শিংগাশোলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আহত ব্যক্তিরা হলেন শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোবরা গ্রামের বাসিন্দা বাবু মোল্লা (৬০), একই গ্রামের বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো (৫২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতা-কর্মীরা আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে তিনটি বোমা মেরে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাতে আহত হন স্থানীয় বিএনপির তিন নেতা-কর্মী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে বিএনপির কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার