হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে ব্যবসায়ীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে নির্মল চন্দ্র মন্ডল (৫০) নামের এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজারসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে। নির্মল চন্দ্র মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার বাসিন্দা। তবে ধাক্কা দেওয়া সিমেন্টবাহী ট্রলারটির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নির্মল চন্দ্র মন্ডল সবজি বিক্রির উদ্দেশ্যে ফুলহাতা বাজারে আসছিলেন। রাত হয়ে যাওয়ায় তিনি পুলের নিচে নৌকা বেঁধে সকালের জন্য অপেক্ষা করছিলেন। সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা তানভির বাসার বলেন, ‘নির্মল চন্দ্র মন্ডল সবজি এনে বাজারে বিক্রি করতেন। তার ট্রলারটি পুলের সঙ্গে বাঁধা ছিল। সিমেন্টবাহী একটি ট্রলার যাওয়ার সময় পুলের পিলারে ধাক্কা দেয়। এতে পুলটি ভেঙে পড়ে এবং পুলের ওপর থাকা কংক্রিটের স্লাবের চাপায় সবজি ব্যবসায়ীর ট্রলারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ওই ব্যবসায়ী পানিতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করে তাঁর মরদেহ উদ্ধার করেন।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান বলেন, ‘আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। এটা একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ হস্তান্তর করা হবে।’

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা