হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 

যৌথ অভিযানে গুলিসহ যুবক মাহমুদর হাসান পাতা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক মাহমুদর হাসান পাতা দৌলতপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথ বাহিনীর সদস্যরা ওই গ্রামে অভিযান চালিয়ে ৯ পিস তাজা কার্তুজ, চার পিস খালি কার্তুজ এবং চারটি খালি মদের বোতল উদ্ধার করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাহমুদর হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দুপুরের মধ্যে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুল হক আসাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মাহমুদর হাসান পাতা দলের উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক। তবে গুলিসহ তাঁর আটকের বিষয়ে আমি জানি না। বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য