হোম > সারা দেশ > কুষ্টিয়া

ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু হয়েছে। দুই ঘণ্টার ব্যবধানে হার্ট অ্যাটাকে তাঁদের মৃত্যু হয়। আজ মঙ্গলবার বাদ মাগরিব স্থানীয় কবরস্থানে বাবা–ছেলের দাফন সম্পন্ন হয়েছে। 

মৃত ব্যক্তিরা হলেন–উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা মৃত হারান মণ্ডলের ছেলে কাবিল মণ্ডল (৭০) ও তাঁর ছেলে আবিদুল মণ্ডল (৪৫)। 

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে নিজ বাসায় আবিদুল মণ্ডল অসুস্থবোধ করলে স্বজনেরা তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে দুপুর ১২টার দিকে আবিদুলের অবস্থা খারাপ হলে তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এরপর ছেলের মৃত্যুর সংবাদ শুনে দুপুর ২টার দিকে বাবা কাবিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাঁকেও কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মণ্ডলপাড়া এলাকায় বিকেলে সরেজমিনে দেখা যায়, বাড়ির পাশের ফাঁকা স্থানে পাশাপাশি খাটিয়ায় রাখা রয়েছে বাবা-ছেলের লাশ। প্রতিবেশী ও স্বজনেরা তাঁদের শেষ বারের মতো দেখতে ভিড় করেছেন সেখানে। 

স্থানীয় বাসিন্দা কাজী তুহিন জানান, প্রথমে ছেলে হার্ট অ্যাটাক করে মারা যান। পরে ছেলের মৃত্যুর খবর শুনে বাবাও হার্ট অ্যাটাকে মারা যায়। 

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাত্র দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার