হোম > সারা দেশ > খুলনা

বুধবার রাত থেকে বিদ্যুৎ নেই মোংলার অধিকাংশ এলাকায়

প্রতিনিধি, মোংলা (বাগেরহাট) 

বিরামহীন বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে বুধবার রাত ১২টা থেকে উপজেলার সর্বত্র বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতির মোংলা কার্যালয়। আজ শুক্রবার বেলা ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোংলা উপজেলার অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। একই অবস্থা ছিল মোংলা পৌর এলাকায়ও। তবে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় মোংলা পৌর এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হয়। পৌর এলাকার বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি (ওজোপাডিকো)।

পল্লী বিদ্যুৎ সমিতির মোংলা কার্যালয় সূত্রে জানা যায়, বঙ্গোপসারে সৃষ্ট লঘুচাপের কারণে গত মঙ্গলবার থেকে মোংলায় বিরামহীনভাবে বৃষ্টি হচ্ছিল। বুধবার রাতে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস শুরু হলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর সকাল বেলা আবহাওয়া একটু ভালো হলে দেখা যায়, উপজেলা ও পৌর এলাকায় অসংখ্য গাছ পড়েছে বিদ্যুতের তারের ওপর, খুঁটি উপড়ে গেছে অথবা হেলে পড়েছে। আবার কোথাও প্রবল বাতাসে তার ছিঁড়ে গেছে। উপজেলা ব্যাপী লাইনের মেরামত না করা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়ার কোনো উপায় নেই। তবে এই মেরামত করতে কয়দিন সময় লাগবে সুনির্দষ্টভাবে সে তথ্য দিতে পারেনি পল্লী বিদ্যুতের মোংলা কার্যালয়।

মিঠাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল গোলদার, উত্তর চাঁদপাই গ্রামের রাজীব শেখ, চাপড়া গ্রামের মিঠুন ঢালী, জয়খা গ্রামের মারুফ শেখসহ বেশ কয়েকজন এলাকাবাসী জানান, উপজেলা জুড়ে প্রত্যেকের কম–বেশি ক্ষতি হয়েছে। এরপর বিদ্যুৎ না থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। যত দ্রুত সম্ভব লাইন মেরামতের কাজ শেষ করে বিদ্যুৎ দেওয়ার দাবি জানান তাঁরা।

পল্লী বিদ্যুৎ সমিতির মোংলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কীর্ত্তনিয়া জানান, ঝড় ও টানা বৃষ্টিতে সারা উপজেলায় বৈদ্যুতিক লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা মোংলার ছয় জন কর্মীসহ বেশ কিছু শ্রমিক নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাত অবধি কাজ করে দু–একটি জায়গায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পেরেছি। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব সারা উপজেলার লাইনের মেরামত শেষ করে সমস্ত উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে