হোম > সারা দেশ > খুলনা

কান্না থামেনি কোটচাঁদপুরের মাফিজুরের মায়ের, আদালতে মামলার প্রস্তুতি পরিবারের

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

কলেজছাত্র মাফিজুর রহমান মাফির দাফন সম্পন্ন হয়েছে। কিন্তু একমাত্র ছেলেকে হারিয়ে কান্না থামছে না মা আমেনা খাতুনের। আজ শুক্রবার তিনি বিলাপ করছিলেন আর বলছিলেন, ‘মোটরসাইকেল ডিলারের কারণে আমার ছেলেটা আজ শেষ হয়ে গেল। আমি আদালতে মামলা করব।’ 

মাফিজুর রহমান মাফি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শালকুপা গ্রামের আকিমুল ইসলামের ছেলে। সে কোটচাঁদপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়। 

মাফিজুরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর আগে কোটচাঁদপুরের ঢাকা মোটরস নামের একটি শোরুম থেকে কিস্তিতে মোটরসাইকেল কেনে মাফিজুর রহমান। ইতিমধ্যে সে কিস্তির ১ লাখ ১০ হাজার টাকা শোধ করেছে। তবে কয়েকটি কিস্তি বাকি পড়েছে। সেই টাকা পরিশোধের জন্য মাফিজুর ২৬ আগস্ট পর্যন্ত সময় নেয়। 

এর মধ্যে গত বুধবার শোরুম থেকে তাকে ডেকে মোটরসাইকেলটি রেখে দেওয়া হয়। এই অপমান সইতে না পেরে বাড়িতে এসে আত্মহত্যা করে সে। কোটচাঁদপুর থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার লাশ হস্তান্তর করলে মাফিজুরের দাফন সম্পন্ন হয়। 

মোটরসাইকেল শোরুমের মালিক আলমগীর হোসেন বলেন, মাফিজুরের কাছ থেকে মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়নি। সে নিজে থেকে রেখে গেছে। তিন মাসের কিস্তিতে মোটরসাইকেল নিয়ে, এক বছরেও টাকা শোধ করেনি। 

আলমগীর হোসেন আরও বলেন, ‘মোটরসাইকেলটির দাম ছিল ২ লাখ ৪৬ হাজার টাকা। সেখান থেকে ১ লাখ ১০ হাজার টাকা শোধ করে মাফিজুর। বাকি টাকা দেওয়ার কথা ছিল ২৬ আগস্ট। এর মধ্যে সে আমাকে সাইকেলটি বিক্রি করার কথা। বুধবার সে এসে মোটরসাইকেল রেখে চলে যায়, যার প্রমাণ সিসি ক্যামেরায় রয়েছে।’ 

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি