খুলনায় ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার নগরীর নিজ খামার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, আজ দুপুরে নিজ খামার এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন দৌড়ে পালাতে গিয়ে পা ভেঙে আহত হয়েছেন।
পরে তাঁকেও আটক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্য ১২ জনকে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।