কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের মুট কোর্ট অনুশীলন হয়েছে। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ মুট কোর্ট অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ মো. আসাফ উদ দৌলা।
প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম জেলা জজ মো. আসাফ উদ দৌলা বলেন, ‘আগামীতে আপনারা বাংলাদেশের বিচার অঙ্গনে বিচারক বা আইনজীবী হিসেবে কাজ করবেন। কেউ শিক্ষকতা করবেন। যে পেশাতেই যান আইনের ছাত্র হিসেবে সব সময় ন্যায়বিচারের ধারণা প্রতিষ্ঠিত করবেন।’
জানা যায়, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগে ৪র্থ বর্ষের পাঠ্যসূচিতে ইন্টার্নশিপ ও মুট কোর্ট অনুশীলন নামে একটি অংশ রয়েছে। যেখানে ইন্টার্নশিপ অংশে শিক্ষার্থীরা আইন পাঠের পর বিভিন্ন আদালতের আইনজীবীদের মাধ্যমে বাস্তবিক অভিজ্ঞতা লাভ করে এবং মুট কোর্ট অনুশীলন অংশে একটি কাল্পনিক আদালতও থাকে। যেখানে জজের আসনে বসে বিচারক এবং কাল্পনিক মামলার পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন কর হয়।