হোম > সারা দেশ > ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই নারী, এক শিশুসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্র জানায়, বাঘাডাঙ্গা বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৩৩-আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর ব্রিজ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় নাগরিক শংকর অধিকারী (৩৯) বাংলাদেশি দুই নারী ও এক শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময় টহল দল তাদের আটক করে।

আটক শংকর অধিকারী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পূর্ব হুদা গ্রামের নুকুল অধিকারীর ছেলে। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৬ মাসের ভিসায় বাংলাদেশে আসার পর বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর থানার বড়খোলা গ্রামে তাঁর আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে এক কিশোরীকে (১৩) বিয়ে করে ভারত চলে যান। সম্প্রতি আবার বাংলাদেশে প্রবেশ করে ওই কিশোরী, পাশের বাড়ি যুথিকা হালদার (২৯) ও যুথিকার ১০ বছরের ছেলেকে ভারতে পাচারের পরিকল্পনা করেন।

পাচারচেষ্টার বিষয়ে দুই নারী জানায়, শংকর অধিকারী বেড়ানোর কথা বলে তাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। পাচারের বিষয়টি তারা জানতেন না।

জিজ্ঞাসাবাদে শংকর জানান, পাচারের জন্য বাংলাদেশি দালাল আনোয়ারের সঙ্গে তাঁর ৪৭ হাজার টাকার চুক্তি হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে ৫০ হাজার ১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপি ও ৭ ওমানি রিয়াল উদ্ধার করা হয়।

আটক ভারতীয় নাগরিককে মহেশপুর থানায় এবং দুই নারী ও শিশুকে যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ আশ্রয়কেন্দ্রে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার