হোম > সারা দেশ > যশোর

যশোর এমএম কলেজ ছাত্রাবাসে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

যশোর প্রতিনিধি

যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের আসাদ হলে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

গতকাল বুধবার দুপুরে এম এম কলেজের আসাদ হলে ভাঙচুরের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসের সভাপতি-সম্পাদকের কর্মসূচিতে না যাওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে জেলা ছাত্রলীগ। এদিকে, ভাঙচুরের ঘটনার পর ওই দিন রাতেই মেয়াদোত্তীর্ণ কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

তদন্ত কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক শাহাদত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হলে কে বা কারা হামলা ও ভাঙচুর চালিয়েছে আমরা এখনো পরিষ্কার হতে পারিনি। তবে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করার জন্য তদন্ত কমিটি করেছে। তদন্তকাজ শুরু হয়েছে। শনিবার থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

হলের শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে ছাত্রলীগ। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। তবে এই মানববন্ধনে আসাদ হল ছাত্রলীগের নেতা-কর্মীরা না আসায় তাঁদের ডাকতে যান। হলে গিয়ে কাউকে না পেয়ে তিনি ছাত্রাবাসের ২০১, ২০২, ২০৩, ও ২০৫ ও ২০৭ নম্বর কক্ষ ভাঙচুর করেন। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে জেলা ছাত্রলীগ।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক