হোম > সারা দেশ > মেহেরপুর

বিএনপি নেতার দোকানের সামনে মিলল ককটেল-চিরকুট-কাফনের কাপড় 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে একটি দোকানের সামনে থেকে ককটেল-সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গাংনী উপজেলার গোপালনগর বাজারের মো. রবিউল ইসলামের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। 

রবিউল ইসলাম উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং গোপালনগর গ্রামের আবুল কাশেম বিশ্বাসের ছেলে। 

রবিউল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মতো রাতে আমার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যাই। আজ সকালে দোকান খুলতে এসে একটি প্লাস্টিকের ব্যাগে দুটি বোমাসদৃশ বস্তু দেখি। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক গাংনী থানার পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে বোমাসদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করে। চিরকুটটিতে জীবননাশের হুমকি দেয়।’ 

তিনি আরও বলে, ‘কিছুদিন আগে রায়পুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। সেই সূত্রের জেরে আওয়ামী লীগের লোকজন আমাকে হত্যার হুমকি দেওয়ার জন্য আমার দোকানের সামনে এসব রেখে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ 

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল বিল্লাহ জানান, ভয়ভীতি দেখানোর জন্য রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকানের সামনে ককটেল-সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে আসে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার