হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় কাভার্ড ভ্যানচাপায় যুবকের মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় একটি কাভার্ড ভ্যানের চাপায় মো. রাজু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের প্রবেশমুখে চৌগাছা-মহেশপুর সড়কের গরুহাটায় এ দুর্ঘটনা ঘটে।

সে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের খড়িঞ্চা নয়দাপাড়া গ্রামের মো. লাল্টুর ছেলে। সে গ্রামের দানবাক্স নামক বাজারে চানাচুর-মুড়ি বিক্রি করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাজু ও তাঁর বাবা লাল্টু চৌগাছা শহর থেকে বাজার করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। চৌগাছা-মহেশপুর সড়কের বেলেমাঠ বটতলা এলাকায় গরুর হাটে পৌঁছালে একটি ভ্যান সাইকেলে ধাক্কা দিলে মহেশপুরের দিক থেকে চৌগাছার দিকে যেতে থাকা একটি কাভার্ড ভ্যানের নিচে পড়ে যান রাজু। রাজুর মাথার ওপর দিয়ে কাভার্ড ভ্যানটি চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা সেটিকে আটক করলে চালক পালিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, সংবাদ পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার অনুমতি চেয়ে থানায় আবেদন করেছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত