হোম > সারা দেশ > খুলনা

খুবির বাস থেকে তেল চুরির অভিযোগে ড্রাইভার বরখাস্ত

প্রতিনিধি, খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবহন পুলের একটি বাস থেকে তেল চুরির অভিযোগে সংশ্লিষ্ট বাসের ড্রাইভার খান মাছুমুল হক সেলিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত এ ব্যবস্থা সংক্রান্ত পত্র রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত পত্রে বলা হয়, গত ৩০ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নগরীর গল্লামারীস্থ মেট্রোপলিটন পেট্রল পাম্পে একটি বাস ওয়াশ করার সময় তেল চুরির এ ঘটনার চিত্র ও ভিডিও ধারণ এবং এ সংক্রান্ত খবর পত্রিকায় খবর হয়। উল্লেখ্য, ওই সময় পাম্পের গ্যারেজে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বাসটি একজন শ্রমিক পানি দিয়ে ওয়াশ করছিলেন, আরেকজন শ্রমিক বাসের নিচে পাইপ ঢুকিয়ে ত্রিশ লিটারের বড় ড্রামে বাস থেকে তেল বের করছিলেন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে তেল বের করার দৃশ্য মোবাইল ক্যামেরায় ভিডিও করেন দৈনিক সময়ের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আশরাফুল ইসলাম নুর। 

তা ছাড়া তেল চুরির এ চিত্র ধারণকালে উক্ত ড্রাইভার প্রতিবেদকের কাছে কারণ জানতে চান এবং প্রতিবেদকের মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এসব ঘটনা ও কার্যকলাপ সরকারি চাকরিবিধি অনুযায়ী শৃঙ্খলার পরিপন্থী, অসদাচরণ ও দুর্নীতি হিসেবে গণ্য হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্রুত আমলে নিয়ে উক্ত ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। 

উল্লেখ্য, এর আগে ২০০০ সালে অসদাচরণের অভিযোগে একবার ড্রাইভার খান মাছুমুল হক সেলিম খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত হন। 

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক