কুষ্টিয়ার কুমারখালীতে আমবাগান থেকে হযরত আলী (৩৩) নামে প্রবাস ফেরত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
হযরত উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুল হান্নান শেখের ছেলে। মাসখানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি। পরিবারের দাবি, হযরতকে পরিকল্পিতভাবে হত্যা করে আমবাগানে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাহিনীপাড়ার টটুল সাধুর আমবাগানের একটি গাছের সঙ্গে মাফলারে ঝুলছে হযরতের দেহ। চারদিকে পুলিশ, স্বজন ও উৎসুক জনতা ভিড় করেছে।
এ সময় বাবা আব্দুল হান্নান বলেন, ‘আমার ছেলে মাসখানেক আগে দেশে ফিরেছে। শ্বশুর বাড়িতে উঠেছিল। পারিবারিক কলহের কারণে ছেলে আমার বাড়ি থাকে না। তেমন যোগাযোগও ছিল না। সকালে খবর পেয়ে এসে দেখি আমবাগানে ছেলের লাশ ঝুলছে। শ্বশুরবাড়ির লোকজন আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
জানা গেছে, ঝিনাইদহ জেলার কন্যাদায় গ্রামের আব্দুল লতিফের মেয়ে মোছা. নিলা খাতুনের সঙ্গে হযরতের বিয়ে হয়েছিল। তাদের দুই সন্তান রয়েছে। বিয়ের পর স্বামী-স্ত্রী দুজনেই সৌদি আরব থাকতেন।
কুমারখালী থানার উপপরিদর্শক মো. ইমদাদুল হক বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।