হোম > সারা দেশ > মেহেরপুর

ওয়েলডিং কারখানায় বিদ্যুতায়িত হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে ইব্রাহিম হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বামন্দীতে এই দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম উপজেলার ছাতিয়ান গ্রামের হাওড়া পাড়ার আরিফুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম বামন্দী বাজারের সেলিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। কাজ করার একপর্যায়ে সে পাশের সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যায়। সেখানেই বিদ্যুতায়িত হয়। আহত অবস্থায় অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে গাংনী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। গাংনী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক হামিদুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই ইব্রাহিমের মৃত্যু হয়েছে। 

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পুলিশ ইব্রাহীমের পরিবারের সঙ্গেও দেখা করে। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী খানম জানান, সরকারিভাবে শিশুশ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোনো ব্যক্তির প্রতিষ্ঠানে শিশুশ্রম হচ্ছে এমন অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা