হোম > সারা দেশ > যশোর

টিসিবির পণ্য ছিনিয়ে নিতে হাতুড়িপেটা ও শ্লীলতাহানির অভিযোগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য ছিনিয়ে নিতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ গ্রাম্য পুলিশদের হাতুড়িপেটা ও শ্লীলতাহানি করা হয়ে বলে অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। 

এ ঘটনায় সোমবার ঝিকরগাছা থানায় সাতজনকে আসামি করে মামলা হয়েছে। এদিকে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ বন্ধ রাখা হয়েছে।

মামলায় আসামিরা হলেন—নাভারণ বেলের মাঠ গ্রামের আমীন, মোস্তাফিজুর রহমান দোয়েল, বিল্লাল, মফিজুল ইসলাম বাবু, সাগর, মুকুল ও মোস্তাফিজুর রহমান সুজন। 

মামলায় জানা গেছে, গত ২৫ মার্চ সকালে ইউনিয়ন পরিষদে টিসিবি কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ শুরু হয়। এ সময় অভিযুক্তরা কার্ড ব্যতীত টিসিবির পণ্য জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামপুলিশেরা বাধা দিলে তাঁদের মারধর, ইউপি সদস্যদের হাতুড়িপেটা এবং এক নারী ইউপি সদস্যদের শ্লীলতাহানি করেন। 

মামলার বাদী চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা ইউপি পরিষদে ঢুকে হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ বন্ধ থাকবে। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার