হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বিএনপির গণসমাবেশ, দুই দিন বন্ধ থাকবে বাস চলাচল

খুলনা প্রতিনিধি

আগামী শুক্রবার (২১ অক্টোবর) ও শনিবার (২২ অক্টোবর) দুই দিন খুলনা থেকে সব বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিক-শ্রমিক সংগঠন। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব।

সাধারণ সম্পাদক বলেন, শুক্রবার ও শনিবার খুলনা থেকে সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে শ্রমিক ইউনিয়ন।

অন্যদিকে, আগামী শনিবার দুপুরে নগরীর সোনালী ব্যাংক চত্বরে খুলনায় বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। সমাবেশে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে নেতা-কর্মীদের আসার কথা রয়েছে। এ ছাড়া খুলনা মহানগর ও জেলার ৯টি উপজেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেবেন। থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশের কারণেই পরিবহন বন্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। 

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেন, ‘বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য পরিবহন বন্ধ রাখা হচ্ছে। এমন ঘটনা ময়মনসিংহ ও চট্টগ্রামে অনুষ্ঠিত সমাবেশের দিনও ঘটেছে। তবে, কোনো বাধায় বিএনপির সমাবেশকে ঠেকাতে পারবে না। আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। যথাসময়ে নেতা-কর্মীরাও সমাবেশে উপস্থিত থাকবেন।’ 

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১