হোম > সারা দেশ > খুলনা

ব্যাগে করে অস্ত্র পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি

অস্ত্রসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের পেকুয়ায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার টৈটং ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে আঞ্চলিক সড়ক থেকে একজন ও চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পেকুয়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল হাসান (১৮) ও হৃদয় হোসেন (২২)। তাঁরা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

এসআই সুনয়ন বড়ুয়া জানান, আজ সকালে রবিউল হাসান চকরিয়া উপজেলার বদরখালী এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। নিয়মিত তল্লাশির সময় তাঁর কাছে থাকা একটি ব্যাগের ভেতর কম্বলে মোড়ানো তিনটি দেশীয় এলজি উদ্ধার হয়। পরে রবিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী হৃদয় হোসেনকে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্রগুলো মহেশখালী এলাকা থেকে কিনে অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছে বিক্রি করতে লক্ষ্মীপুরে নিয়ে যাচ্ছিলেন তাঁরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, গ্রেপ্তার যুবকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক