হোম > সারা দেশ > যশোর

ঈদুল আজহায় বেনাপোল বন্দর ১০ দিন বন্ধের কবলে

বেনাপোল প্রতিনিধি 

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

ঈদের ছুটি শেষে ১৫ জুন থেকে স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনসহ আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হবে। তবে লম্বা ছুটির কারণে আমদানি ও রাজস্ব ঘাটতি শঙ্কা রয়েছে।

আজ বৃহস্পতিবার বেনাপোল বন্দর আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বাণিজ্য ১০ দিন বন্ধের কথা বলা হলেও বেনাপোল কর্তৃপক্ষ বলছেন, কোনো ব্যবসায়ী যদি জরুরি প্রয়োজনে বন্দর থেকে পণ্য খালাস নিতে চায়, সে ব্যবস্থা রাখা হয়েছে।

জানতে চাইলে ব্যবসায়ী নেতা আমিনুল হক বলেন, ‘আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে। উৎসব যথাযথভাবে পালনের লক্ষ্যে আজ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী আজ সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি-বাণিজ্য বন্ধ হয়ে গেছে।’

বেনাপোল ইমিগ্রেশন উপপরিদর্শক মোস্তাক আলী বলেন, ‘ঈদ ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা আগের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।’

বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ‘লম্বা ছুটির মধ্যে যাতে বন্দরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে নিরাপত্তাকর্মীদের সজাগ রাখা হয়েছে।’

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক