হোম > সারা দেশ > খুলনা

মাদ্রাসার ছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ রেজোয়ান হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদরের বৈকারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত রেজোয়ান সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের মন্টু সরদারের ছেলে।

অপহৃত ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৩ মে সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে খলিলনগরের সাবেক এমপি আব্দুল খালেক মোড়লের বাড়ির মোড় থেকে তাঁর মেয়েকে অপহরণ করে রেজোয়ান ও তার কয়েকজন সহযোগীরা। পুলিশের সহযোগিতায় সদরের আলীপুর হাটখোলা নামক স্থান থেকে মেয়েকে উদ্ধার করা হলেও পালিয়ে যান অপহরণকারীরা। এ ঘটনায় গত ২৩মে রেজোয়ানের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়। 

এ বিষয়ে সদর থানার এস আই অপর্ণা রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজোয়ানকে গতকাল রোববার রাত ৯টার দিকে বৈকারী বাজার থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার রেজোয়ান সৌদি আরবে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, গ্রেপ্তারকৃত রেজোয়ানকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা