হোম > সারা দেশ > যশোর

পাচারকারীদের হাত থেকে পালালেও বাঁচতে পারল না মেছো বাঘটি

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

কেশবপুরে বিপন্ন প্রজাতির মেছো বাঘটিকে উদ্ধার করে বন বিভাগ অফিসের লোহার খাঁচায় রাখা হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে পাচারকারীদের হাত থেকে রক্ষা পেতে চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়েও বাঁচতে পারল না বিপন্ন প্রজাতির একটি মেছো বাঘ। আজ রোববার সকালে শহরের হাসপাতাল সড়কের প্রাণিসম্পদ অফিসের সামনে মেছো বাঘটি চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের বাগান মালি আসাদুজ্জামান মেছো বাঘটিকে স্থানীয় বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। বাগান মালি আসাদুজ্জামান জানান, শহরমুখী চলন্ত একটি ট্রাক থেকে মেছো বাঘটি লাফিয়ে পড়ে আহত হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

উপজেলা বন বিভাগ কর্মকর্তা সমিরন বিশ্বাস বলেন, ইউএনও কার্যালয়ের বাগান মালি আসাদুজ্জামান মেছো বাঘটিকে আহত অবস্থায় বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য খুলনা বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়।

বন্য প্রাণী রক্ষক এ এইচ এম কামরুজ্জামান বলেন, খবর পেয়ে কেশবপুরে বন বিভাগে এসে একটি লোহার খাঁচার ভেতর আহত অবস্থায় মেছো বাঘটিকে দেখতে পান। বাঘটি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত ছিল। খুলনায় নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মেছো বাঘটি মারা যায়। বাঘটি ছিল স্ত্রী লিঙ্গের। আনুমানিক বয়স এক বছর।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে পাচারকারীরা ট্রাকে করে প্রাণীটিকে নিয়ে যাচ্ছিল। সুযোগ বুঝে মেছো বাঘটি ওই গাড়ি থেকে লাফিয়ে পড়ে। তবে মারাত্মক আহত হয়ে মেছো বাঘটি মারা গেছে। পরে মাটিচাপা দেওয়া হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা