খুলনা প্রতিনিধি
খুলনায় চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম ববিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে খানজাহান আলী থানা-পুলিশ শিরোমণি এলাকার তেঁতুলতলা থেকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার বিকেলে খুলনার যুগ্ম দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যুগ্ম দায়রা জজ আদালত-১-এর বেঞ্চ সহকারী রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।