হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় জাসদ কার্যালয়ে জুয়ার আসর, ১১ জন আটক

কুষ্টিয়া প্রতিনিধি

দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসিয়ে নিয়মিত জুয়া আসর বসানোর অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতের এই অভিযানে ১১ জনকে আটক করা হয়।

উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহখোলা গ্রামের আজমমোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউনিয়ন জাসদের সভাপতি কাজী আমিনুল বশির পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন তৌফিকুল ইসলাম (৪৭), আমিরুল বিশ্বাস (৫২), আব্দুল মজিদ (৪৫), হেলাল মণ্ডল (৩০), শফিকুল ইসলাম (৪৫), নেকবার আলী (৪৫), মতিয়ার রহমান (৫০), মিলন খান (৫০), কাজী গোলাম সরোয়ার (৫০), সামছুল আলম বিষু (৪৫) ও আবুল কালাম আজাদ (৩৫)। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাসদ নেতা কাজী আমিনুল বশির নিয়মিত তাঁর দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসান। এখান থেকে তিনি নিয়মিত টাকা তোলেন। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে জুয়া খেলা অবস্থায় ৮৬ সেট তাস, ৪ হাজার ৭২০ টাকাসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যান ওই জাসদ নেতা। পরে তাঁদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া নিরোধ আইনের ৪ ধারায় মামলা করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল বলেন, জুয়ার মামলায় আটক ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। একই মামলায় পলাতক আসামি ও জুয়ার আসরের মূল হোতা কাজী আমিনুল বশিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা