হোম > সারা দেশ > খুলনা

বেকারির চুল্লি থেকে হাত-পা ও মুখ বাঁধা কিশোরী উদ্ধার

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে এক কিশোরীকে বেকারির চুল্লির মধ্যে থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়বাড়িয়া গাংপাড় গ্রামের পলাশ শেখের বেকারির চুল্লি থেকে তাকে উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান।

কিশোরী একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে বর্তমানে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কিশোরীর বাবা জানান, প্রতিবেশী মিরাজ শেখ, আজগর শেখ, পলাশ শেখ ও সাইফুল শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরে প্রতিপক্ষরা সোমবার রাতে তাঁর মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাঁরা হাত-পা ও মুখ বেঁধে পলাশ শেখের বেকারির চুল্লির মধ্যে লুকিয়ে রাখেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে পুলিশ ও এলাকাবাসী বেকারির চুল্লির মধ্যে থেকে হাত-পা ও মুখ বাঁধা এবং সারা শরীরে কেরোসিন দেওয়া অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে চুল্লির মালিক পলাশ শেখের ভাই মিরাজ শেখ সব অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোনে বলেন, ‘ওদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। অন্য শরিকদের সঙ্গে বিরোধ রয়েছে।’

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান বলেন, ‘সোমবার রাতে গুরুতর অবস্থায় ওই কিশোরীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তাকে পর্যবেক্ষণে রেখেছি। তার শরীরের সুস্থতার ওপর নির্ভর করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করেছে। কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যাঁদের বিরুদ্ধে বেঁধে রাখার অভিযোগ, তাঁদের সঙ্গে ওই কিশোরীর পরিবারের জমিজমাসংক্রান্ত বিরোধ রয়েছে। সব বিষয় মাথায় রেখে আসলে বিষয়টি কী ঘটেছে, তা আমরা ক্ষতিয়ে দেখছি। এ ছাড়া ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেয়নি।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা