হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভেড়ামারায় সেচ পাম্পের ৩টি ট্রান্সমিটার চুরি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দলুয়া গ্রামের মাঠে কৃষকেরা ট্রান্সমিটার দেখতে না পেয়ে নলকূপের মালিককে জানান।

গতকাল বুধবার দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, বুধবার রাতে উপজেলার দোলুয়া গ্রামের মাঠ থেকে বিএডিসির আওতায় পরিচালিত সেচ প্রকল্পের গভীর নলকূপের ১০ কেভি তিনটি ট্রান্সমিটার চুরি হয়। আজ সকালে মাঠে গিয়ে কৃষকেরা ট্রান্সমিটার না দেখে নলকূপের মালিককে অবহিত করেন। পরে তিনি প্রকল্প কর্মকর্তাদের বিষয়টি জানান। 

সেচ পাম্পের মালিক আমিরুল ইসলাম বলেন, ‘রাতে কোনো এক সময় সেচ পাম্পের তিনটি ট্রান্সমিটার চুরি হয়। এতে করে মাঠের প্রায় ৪০০ বিঘা জমির চলতি ফসলের সেচসুবিধা ব্যাহত হবে।’

জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। চুরির বিষয়টি দেখা হচ্ছে এবং চুরি রোধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

দৌলতপুর বিএডিসির (ক্ষুদ্র সেচ) উপসহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, ‘তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে। মাঠে সেচ প্রকল্পে আরও ট্রান্সমিটার রয়েছে, সেগুলো রক্ষা ও চোর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আগামী রোববার ভেড়ামারা ও দৌলতপুর থানার ওসির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার